নিউজ ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৫ ১২:০০

ক্ষতির মুখে মাইক্রোসফট!

বিশ্বজুড়ে পার্সোনাল কম্পিউটার ব্যবহারের ঘাটতি, উইন্ডোজ ফোনের ব্যবহারে অনীহা এই লাভ কমার পিছনে কাজ করেছে


বছর শেষে লাভের ঘাটতিতে পড়ল বিশ্বের অন্যতম সেরা সফটওয়ার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। সোমবার বিশ্বের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, এই অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে লাভের পরিমাণে ঘাটতি হয়েছে। যেখানে গত বছর প্রতি শেয়ারে আয়ের পরিমাণ ছিল ৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার(৭০০ কোটি টাকা) বা প্রতি শেয়ারে ৭৮ সেন্ট। সেখানে এই বছরের দ্বিতীয়ার্ধে তা এসে দাঁড়িয়েছে ৫.৮৬ বিলিয়ন মার্কিন ডলার (৬০০ কোটি টাকা) বা প্রতি শেয়ার পিছু ৭১ সেন্ট। শুধু তাই নয় নোকিয়া অধিগ্রহণেও খরচের পরিমাণ আট শতাংশ বেড়ে গিয়েছে।
কোম্পানির তরফে মনে করা হচ্ছে বিশ্বজুড়ে পার্সোনাল কম্পিউটার ব্যবহারের ঘাটতি, উইন্ডোজ ফোনের ব্যবহারে অনীহা এই লাভ কমার পিছনে কাজ করেছে।


আপনার মন্তব্য

আলোচিত