সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ অক্টোবর, ২০১৫ ২১:৫২

রাশিয়ার সহযোগিতায় একের পর এলাকায় পুনরায় দখলে সিরিয় বাহিনী

আইএস'র ঘাঁটিতে রাশিয়ার একের পর এক হামলার পর স্থল পথে সেসব এলাকার দখল নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের কয়েকটি এলাকা  পুর্নদখল  নিয়েছে তারা। পালমেইরা শহর ছেড়েও গ্রামের গহীনে পালাতে শুরু করেছে জঙ্গিরা। এই শহরেরও পূর্ন নিয়ন্ত্রণ সিরিয় বাহিনীর হাতে।

দেশটির সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় লাতাকিয়া প্রদেশের সালাম গ্রামের কাছে কয়েকটি এলাকায় নতুন করে সাফল্য পেয়েছে বলে আরবি ভাষার ‘হাদাদ’ সংবাদ মাধ্যম আজ (সোমবার) জানিয়েছে। এছাড়া, সেনাবাহিনী সালমা গ্রামে অবস্থিত আইএস সন্ত্রাসীদের কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা এসব স্থান থেকেই লাতাকিয়ায় বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছিল।

 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ এ সম্পর্কে বলেছেন, রাশিয়ার জঙ্গি বিমান গত ২৪ ঘন্টায় সালমা গ্রামে উগ্র ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠি আইএস সন্ত্রাসীদের অবস্থানে কয়েক দফা বর্ষণ করেছে। এদিকে, সিরিয় বাহিনী সালমার প্রবেশ পথে কাফর দেলবা গ্রামটি দখল করে নিয়েছে। এছাড়া, সেখানে কৌশলগত একটি পাহাড়ি এলাকা দখলে নিতে সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে বলেও হাদাদ সংবাদ মাধ্যম জানিয়েছে।

আল-কায়েদার সঙ্গে জড়িত আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানেও হামলা চালিয়েছে সিরিয় সেনাবাহিনী। এতে সন্ত্রাসীদের ২০টি সামরিক যান ধ্বংসের পাশাপাশি তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত