সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৫ ২১:৫৪

সংঘাত এড়াতে আলোচনায় রাশিয়া-আমেরিকা

আকাশ পথে সংঘাত এড়িয়ে সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সিরিয়ায় হামলাকারী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করেছে আইএস। এর আগে সিরিয়ার রুশ দূতাবাসে হামলা চালানো হয়।

আইএস দমনে সিরিয়ায় আকাশ পথে অভিযান চালাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিমান হামলার সময় নিজেদের মধ্যে যেন সংঘাত না বাঁধে সেজন্য তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ।

আগের দুবারের বৈঠক থেকে তেমন কোন ফল পাওয়া যায় নি। তৃতীয় বৈঠকের আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন ও রুশ আলোচনা করার কথা রয়েছে।

সিরিয়ায় অব্যাহত সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিপক্ষে ‘জিহাদ’ ঘোষণা করেছে আইএস। এক অডিও বার্তায় এই ঘোষণা দেন আইএস-এর মুখপাত্র আবু মুহাম্মাদ আল আদনানি।

এর আগে সোমবার সিরিয়ায় আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট রুশ নাগরিকদের উপর হামলা চালানোর ঘোষণা দেয়।

জঙ্গিদের এসব হুমকির মধ্যেই মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে রুশ দূতাবাসে হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। একে ‘সন্ত্রাসী হামলা’ বলেছে রাশিয়া।

আপনার মন্তব্য

আলোচিত