সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৫ ১৭:৪৫

আইএস অবস্থানে রাশিয়ার বিমান হামলা চলছেই

সিরিয়ায় আইএস অবস্থান লক্ষ্য করে রুশ বিমান হামলা চলছে। বিমান হামলা শুরুর পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আইএস অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে, সিরিয়ার মতো ইরাকেও আইএস অবস্থানে অভিযান চালাতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী।

সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৮৬টি অবস্থানে হামলা চালায় রুশ যুদ্ধ বিমান। সিরিয়ায় হামলা শুরুর পর এটাই সবচে বেশি লক্ষ্য বস্তুতে হামলা বলে জানিয়েছে রাশিয়া।

রুশ হামলার পাশাপাশি সিরিয়ার সরকারি বাহিনীও রাজধানী সুরক্ষিত রাখতে দামেস্কের আশেপাশে বিদ্রোহী অবস্থানে বিমান হামলা চালিয়েছে।
এছাড়াও বিদ্রোহী অবস্থানে কয়েক ঘণ্টা  ধরে মর্টার ও গোলা নিক্ষেপ করা হয়েছে।

সিরিয়ায় যুদ্ধ বিমানের সংঘর্ষ এড়াতে রুশ-মার্কিন বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পার্লামেন্টে তিনি বলেছেন, মস্কোয় প্রতিনিধি পাঠাতে এবং একইসঙ্গে ওয়াশিংটনে রুশ প্রতিনিধি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার মতো ইরাকের আইএস অবস্থানে রাশিয়ার অভিযান চান ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আকবরি। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন সিদ্ধান্ত নেবেন বলেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

ইরাক ও সিরিয়ায় আইএস’র ওপর হামলা চালাতে যৌথ কমান্ড গঠনে দামেস্কে ইরাক-ইরান-সিরিয়া ও রাশিয়ার প্রতিনিধিরা আলোচনা শুরু করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত