ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৫ ১৫:৪১

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯

পাকিস্তানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত নয়জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বোলান জেলার আব-ই-গুম এলাকায় জাফর এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। নিহতদের মধ্যে ট্রেনটির চালক ও তার সহকারীও রয়েছেন।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, কোয়েতা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে ব্রেকফেল করলে লাইনচ্যুত হয় ট্রেনটি।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সেই সঙ্গে বেলুচিস্তান থেকেও একটি উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সসহ সেখানে পৌঁছেছে। এছাড়া কোয়েতা থেকে সেনাবাহিনীর দু’টো এমআই-১৭ হেলিকপ্টারও সেখানে গেছে।

আহতদের কোয়েতার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানকার হাসপাতালগুলোয় জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত