সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৫ ০২:৫৭

স্টেডিয়ামের বাইরে বিস্ফোরক, জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচ বাতিল

খেলা শুরু হবার মাত্র দুই ঘণ্টারও কম সময় বাকি থাকতে জার্মানির হ্যানোভারে স্বাগতিকদের সাথে নেদারল্যান্ডসের প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। ইউকে মিরর জানিয়েছে স্টেডিয়ামের বাইরে একটি এম্বুলেন্সে বিস্ফোরক পায় হ্যানোভারের পুলিশ। এর পর পরই নিরাপত্তা কর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে।

এই অবস্থায় প্রীতি ম্যাচ আয়োজন নিরাপদ মনে না হওয়ায় তা বাতিল করার সিদ্ধান্ত হয়।

জার্মানির হ্যানোভারের এইচডিআই অ্যারেনায় মঙ্গলবার রাতে ম্যাচটি হওয়ার কথা ছিল। ফ্রান্সের প্রতি সংহতি জানাতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এবং জার্মানি ও নেদারল্যান্ডসের কয়েকজন মন্ত্রীর স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখার কথা ছিল।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফ্রান্স বনাম জার্মানি ম্যাচ চলাকালীন প্যারিসে স্টেডিয়ামের বাইরে প্রথম হামলার ঘটনা ঘটে। এরপর বাতাক্লা থিয়েটার হল সহ শহরের বিভিন্ন স্থানে একের পর এক হামলায় কমপক্ষে ১৩২ জন মানুষ নিহত হন। ওইদিন স্টেডিয়ামের ড্রেসিং রুমেই রাত কাটাতে হয় জার্মানি ও ফ্রান্সের ফুটবলারদের।  

আপনার মন্তব্য

আলোচিত