ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৫ ২২:৪৮

ফ্রান্সে জরুরি অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওয়েব সাইটেও!

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবারের (১৩ নভেম্বর) সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশব্যাপী জরুরি অবস্থা জারির পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু ওয়েবসাইট বন্ধে ফরাসি সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির সংসদ।

জরুরি অবস্থার অধীনে এ ওয়েবসাইটগুলো বন্ধ করতে পারবে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফরাসি পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাবে ভোট দেন সংসদ সদস্যরা।

এর আগে প্যারিস হামলার ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জারি করার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিন মাস করা হয়। এ ব্যাপারে ফরাসি প্রধানমন্ত্রীর একটি প্রস্তাবেও অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট।

ফরাসি সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনার পরপরই জরুরি অবস্থা জারি করেন ফ্রাঁসোয়া ওলাঁদ।

আপনার মন্তব্য

আলোচিত