সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৫ ২৩:০৯

বুধবারের অভিযানেই নিহত হয় প্যারিস হামলার ‘হোতা’ আবাউদ

ফ্রান্সে শুক্রবার সন্ত্রাসী হামলার প্রধান ষড়যন্ত্রকারী বলে যাকে সন্দেহ করা হচ্ছে সেই আব্দেলহামিদ আবাউদ ফরাসি পুলিশে বুধবারের সাঁড়াশি অভিযানেই নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ফরাসী সরকার জানাচ্ছে গতকাল প্যারিসের স্য দেনি এলাকায় পুলিশ অভিযানে নিহত দুজনের একজন ছিল ঐ ব্যাক্তি।

ওদিকে শুক্রবার আরোপ করা জরুরী অবস্থার মেয়াদ আরো অন্তত তিন মাস বাড়তে চলেছে ফ্রান্সে। প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস তার এই প্রস্তাব অনুমোদনের জন্য সংসদকে অনুরোধ করেছেন।

কারণ হিসাবে, ফরাসী প্রধানমন্ত্রী বলেছেন ইসলামিক স্টেট ফ্রান্সের ওপর জীবানু বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে।

ফরাসি কৌঁসুলি ঘোষণা করেছেন আব্দেলহামিদ আবাউদের আঙুলের ছাপ মিলিয়ে তারা নিশ্চিত হয়েছেন গতকালের পুলিশী অভিযানে সে নিহত হয়েছে।

পুলিশ যে ফ্ল্যাটবাড়িতে হানা দিয়েছিল সেখানে বুলেট আর বোমায় ছিন্নভিন্ন জিনিষপত্রের মধ্যে তার মৃতদেহ পাওয়া গেছে।

এদিকে ফরাসি সংসদের নিম্নকক্ষে সংসদ সদস্যেদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফ্রান্সে জারি করা জরুরি অবস্থা আরো তিন মাস বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রী মিঃ ভাল্‌স বলেছেন ফ্রান্সের আদর্শ ও মূল্যবোধের কারণেই ফ্রান্স সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।


-বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত