সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ নভেম্বর, ২০১৫ ২৩:০৪

মালির হোটেলে জিম্মি সংকটের অবসান, নিহত ২৭

অবশেষে ২৭ জনের প্রাণহানির  মধ্য দিয়ে মালির রাজধানী  বামাকোর একটি বিলাসবহুল হোটেলের জিম্মি সংকটের অবসান হয়েছে। ইসলামী জঙ্গিরা অস্ত্রের মুখে ১৭০ জনকে জিম্মি করার পর তার অবসান হয়েছে বিশেষ বাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় বন্দুকধারীরা রেডিসন ব্লু হোটেলে বিদেশি নাগরিকসহ মোট ১৭০ জনকে জিম্মি করার পর জাতিসংঘের শান্তিরক্ষী এবং মার্কিন ও ফরাসি বাহিনীর সহযোগিতায় মালির বিশেষ বাহিনী এই অভিযান চালায়।

অভিযান শেষে সেখানে ২৭ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে শান্তিরক্ষীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছেন, মার্কিন মালিকানাধীন ওই হোটেলে আর কোনো জিম্মি নেই।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ১০ জন বন্দুকধারী ‘আল্লাহু আকবর’ ধ্বনী দিয়ে গুলি চালাতে চালাতে হোটেল ভবনে ঢোকে। তবে হোটেল পরিচালনাকারী কোম্পানি বলেছে, হামলাকারী ছিল দুইজন।

প্যারিসে জঙ্গি হামলায় ১২৯ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই বামাকোর পশ্চিম অংশে  এই হামলার ঘটনা ঘটল।


সূত্র-বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত