ওয়েব ডেস্ক

২২ নভেম্বর, ২০১৫ ১৯:৪৯

পাকিস্তান ভুলেনি তাদের বন্ধু মুজাহিদকে

জীবদ্দশায় পাকিস্তানের প্রতি অনুগত্যের প্রতিদান হিসেবে মৃত্যুর পর যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মুজাহিদের জন্যে পাকিস্তানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান ভুলেনি তাদের বন্ধু মুজাহিদকে।

এর আগে কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লার জন্যও গায়েবানা জানাযার আয়োজন করেছিলো পাকিস্তানের জামায়াতে ইসলাম।

ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে তা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টাও চালায় জামায়াতে ইসলামী পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান জামায়াতের আমীর সিরাজুল হক এক আবেদনে দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড রোধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতবিরোধীরা রাষ্ট্রীয় গণহত্যার শিকার হচ্ছে। নিরীহ মানুষদের এমন হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।’

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভারত দ্বারা প্ররোচিত হওয়ার কথিত অভিযোগও আনেন পাকিস্তান জামায়াতের আমীর।

সাকা-মুজাহিদের মৃতু্পাকিস্তান জামায়াতের একজন প্রভাবশালী নেতা সালমান খান সাকা-মুজাহিদের মৃত্যুর পর তাদের আত্মার মাগতিরাত কামনার পাশাপাশি পাকিস্তানের প্রতি তাদের আনুগত্যের কথা স্মরণ করেন।

এর আগে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর গায়েবানা জানাযার পাশাপাশি পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাবও পাশ করা হয়েছিলো।

আপনার মন্তব্য

আলোচিত