সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৬ ০৮:৪৭

তাইওয়ানে মেয়েদের জুতার আদলে চার্চ

তাইওয়ানে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের হাইহিল জুতার আকৃতির এক বিশাল চার্চ। ১৬ মিটার উঁচু এই গির্জাটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পৌণে পাঁচ লক্ষ মার্কিন ডলার। খবর বিবিসির।

আগামী ৮ই ফেব্রুয়ারী এই চার্চটি উদ্বোধন করা হবে।

বিয়ের অনুষ্ঠানের জন্য চার্চটি ব্যবহার করা যাবে

মূলত তাইওয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার স্থানীয় সরকার এই চার্চটি নির্মাণের উদ্যোগ নেয়।

তবে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এই চার্চটি নিয়মিত প্রার্থনার জন্য ব্যবহার করা হবে না। তবে বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগে দম্পতিদের ছবি তোলা ইত্যাদি কাজে এটি ব্যবহারের অনুমতি দেয়া হবে।

“আমরা চেয়েছি এটিকে একটি রোম্যান্টিক জায়গা হিসেবে গড়ে তুলতে”, বলেছেন কর্মকর্তা প্যান সুই পিং।

তবে মেয়েদের জুতার আদলে এই চার্চ নির্মাণের পেছনে আছে স্থানীয় এক তরুণীর করুণ জীবন কাহিনী।

১৯৬০ সালে এখানকার এক দরিদ্র তরুণী ওয়াং ‘ব্ল্যাকফুট’ রোগে আক্রান্ত হয়। তার দুই পা তখন কেটে ফেলতে হয়। এর ফলে তার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

মেয়েটিকে এরপর তার সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটাতে হয়। স্থানীয় এক চার্চে মেয়েটি কাজ করতো।

বলা হচ্ছে হাই হিল আকৃতির এই চার্চ সেই মেয়ের স্মরণে তৈরি করা।

আপনার মন্তব্য

আলোচিত