ইন্টার‍ন্যাশনাল ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৬ ১২:১৯

বিশ্বের প্রবীণতম পুরুষ মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ইয়াসুতারো কোয়েদ মারা গেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জাপানের নাগোয়া শহরের এক হাসপাতালে হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১শ ১২ বছর।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন।

কোয়েদের জন্ম ১৯০৩ সালের ১৩ মার্চ। রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম সফল বিমান উড্ডয়নের কয়েক মাস আগে টোকিওর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফুকুই এলাকায় তিনি জন্মেছিলেন।

তিনি সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস বুক ওয়ার্ল্ড বুকের আনুষ্ঠানিক স্বীকৃতি পান গত বছর।

তার দীর্ঘজীবনের রহস্য জানাতে গিয়ে সে সময় তিনি বলেছিলেন, ‘অতিরিক্ত কাজ না করা এবং আনন্দের সঙ্গে বাঁচা।’ তিনি জীবনে কখনো মদ্যপান ও ধূমপান করেননি বলেও জানিয়ে ছিলেন।

তার মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষের খেতাব কে পাচ্ছেন তা এখনো জানা যায়নি। তবে বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হচ্ছেন মার্কিন নারী সুসান্নাহ মুশহান্ত জোনস। তার বয়স ১১৬।

আপনার মন্তব্য

আলোচিত