নিউজ ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৬ ০৯:৪৬

বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের নাগরিকত্ব দেবে ভারত

বাংলাদেশে নির্যাতিত হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের ভারতে সরকারি সুযোগ-সুবিধা এবং নাগরিকত্ব দেয়ার জন্য আইন তৈরির কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার বেনাপোল সীমান্তলাগোয়া পশ্চিমবঙ্গের অশোকনগরে বিজেপির এক সভায় তিনি এ বিষয়টি জানান। তিনি বলেন, ‘গত ৪০ বছরে বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু হিন্দু দলে দলে ভারতে এসেছেন। এদের একটা বড় অংশ অত্যাচারিত ও নির্যাতিত। এখনও অনেকে আসছেন। আগামী দিনেও যেসব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসবেন তদের ভারত সরকার নাগরিকত্ব দেবে। সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হবে। এ জন্য সংসদে প্রয়োজনীয় আইন সংশোধন করার ব্যবস্থা হচ্ছে।’

উল্লেখ্য, দিল্লিতে বিজেপির নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের প্রতি হিন্দু নির্যাতনের অভিযোগ নতুন করে শুরু হয়েছে। বাংলাদেশ থেকে গত কয়েক বছরে ভারতে জাল নোট আসা এবং অনুপ্রবেশ অনেকটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন বিজেপির এই শীর্ষ নেতা। নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, ‘বাংলাদেশে এখন যে সরকার আছে, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে। এখন ওপার থেকে জঙ্গি আসা কমেছে। কিন্তু অনুপ্রবেশ ও জঙ্গি আসা দুটোই পুরোপুরি বন্ধ করতে সীমান্ত আরও সুরক্ষা করতে চাই। দিল্লির সরকার সেই ব্যবস্থা করছে।’

নরেন্দ্র মোদির ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে আরও সহজ করেছে বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোট নিয়ে মমতা ব্যানার্জির সরকারকে আক্রমণ করে রাজনাথ সিং বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যত বাহিনী লাগবে, তা কেন্দ্র দেবে। বাংলার মানুষ নির্ভয়ে ভোট দেবেন।’ দেশের উপনির্বাচন কমিশনার সন্দ্বীপ সাক্সেনা রাজ্যে ঘুরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অশোকনগরে ভোটের কথা বললেন তিনি।

তিনি বলেন, বাংলার মানুষ সুরক্ষিত নেই। ‘মা-মাটি-মানুষ’ কেউই সুরক্ষিত নয়। এই অবস্থায় দরকার পরিবর্তন। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছে তৃণমূল। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সংসদ সদস্য সন্দ্বীপ বন্দোপাধ্যায় বলেছেন, রাজ্যের আইনশৃংখলা যথেষ্ট ভালো। আগে নিজেদের দিকে তাকান। দেশটাকে ছিন্নভিন্ন করে দিচ্ছেন।’

তথ্যসুত্র: যুগান্তর অনলাইন।

আপনার মন্তব্য

আলোচিত