সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৬ ১০:১৯

সৌদিতে প্রতি মিনিটেই একটি দুর্ঘটনা

সৌদি আরবে প্রতি মিনিটে একটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় প্রদেশের যানবাহন নিরাপত্তা কমিটির মহাসচিব।

সৌদি আরবে প্রতি মিনিটে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। আর এসব দুর্ঘটনায় বছরে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের (আশ-শারকিয়্যাহ) যানবাহন নিরাপত্তা কমিটির মহাসচিব সুলতান আল-জাহরানি এ তথ্য জানিয়েছেন।

জাহরানি জানান, ৬৫ শতাংশ দুর্ঘটনা ঘটে মহানগর ও শহরগুলোতে। এসব দুর্ঘটনায় বার্ষিক ক্ষতি হয় দুই হাজার ১০০ কোটি রিয়াল।

আল-জাহরানির বরাত দিয়ে আরব নিউজ-এর খবরে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদিতে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি। দেশটিতে বছরে এক লাখের মধ্যে ২১ জন নিহত হন সড়ক দুর্ঘটনায়।

২০১৪ সালের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে আল-জাহরানি বলেন, ওই বছরে সংঘটিত দুর্ঘটনার ৭০ শতাংশ হয়েছে মহাসড়কে।  

আগামী ১০ বছরের মধ্যে এসব দুর্ঘটনা ৩০ শতাংশ কমিয়ে আনতে কৌশল প্রণয়ন করা হচ্ছে বলেও জানান আল-জাহরানি।

আপনার মন্তব্য

আলোচিত