সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৬ ১১:৫২

বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলি

সব দেশেই ছড়িয়ে রয়েছে দুর্নীতি, কোথাও অল্প তো কোথাও বিস্তর, কোথাও অতিরিক্ত। দুর্নীতি সম্পর্কিত জনধারণার সূচক (কোরাপশন পারসেপশন ইনডেক্স স্কোর ) বুধবারই প্রকাশ করেছে বিশ্বের ১০টি সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা। দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনগুলো:

১. ডেনমার্ক :

দুর্নীতি সম্পর্কিত জনধারণার সূচক (সিপিআই) গণনা অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ। রয়েছে এক নম্বর স্থানে! স্কোর করেছে ১০০তে ৯১!

 

২. ফিনল্যাণ্ড :

দুর্নীতি সম্পর্কিত জনধারণার সূচক (সিপিআই) গণনা অনুযায়ী ফিনল্যাণ্ড রয়েছে দ্বিতীয় স্থানে। স্কোর করেছে ৯০!

 

৩. সুইডেন :

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। স্কোর করেছে ১০০তে ৮৯!

 

৪. নিউজিল্যান্ড :

নিউজিল্যান্ড স্কোর করেছে ৮৮। রয়েছে চতুর্থ স্থানে!

 

৫. নেদারল্যান্ডস :

দুর্নীতি সম্পর্কিত জনধারণার সূচক (সিপিআই) গণনা অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে দুটি দেশ। দুই দেশই স্কোর করেছে ৮৭। একটি হল নেদারল্যান্ডস।

 

৬. নরওয়ে :

৮৭ স্কোর করে পঞ্চম স্থানে রয়েছে আরেকটি দেশ হল নরওয়ে।

 

৭. সুইজারল্যান্ড :

সপ্তম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। স্কোর করেছে ৮৬। 

 

 

৮. সিঙ্গাপুর :

দুর্নীতি সম্পর্কিত জনধারণার সূচক (সিপিআই) গণনা অনুযায়ী অষ্টম স্থানে রয়েছে সিঙ্গাপুর। স্কোর করেছে ৮৫।

 

৯. কানাডা :

কানাডা স্কোর করেছে ৮৩। দুর্নীতি সম্পর্কিত জনধারণার সূচক (সিপিআই) গণনা অনুযায়ী রয়েছে নবম স্থানে! 

 

১০. ইংল্যান্ড :

দুর্নীতি সম্পর্কিত জনধারণার সূচক (সিপিআই) গণনা অনুযায়ী ৮১ স্কোর করে দশম স্থানে রয়েছে তিনটি দেশ ইংল্যান্ড।

 

১১.লুক্সেমবার্গ:

সিপিআই'র গণনা অনুযায়ী ৮১ স্কোর করে দশম স্থানের তিনটি দেশের একটি লুক্সেমবার্গ।

 

১২. জার্মানি:

সিপিআই'র গণনা অনুযায়ী ৮১ স্কোর করে দশম স্থানের তিনটি দেশের অপরটি জার্মানি।

 

আপনার মন্তব্য

আলোচিত