সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ০০:৪৭

অস্ট্রেলিয়ায় ক্যাঙারুর পেটে বিস্ফোরক ঢুকিয়ে হামলার ছক আইএসের

এবার নয়া কায়দায় হামলার ছক আইএসের। তাদের এই কাজে হাতিয়ার হিসেবে নিরীহ পশুদেরও ছাড় দেওয়া হচ্ছে না। একটি ক্যাঙারুর পেটে বিস্ফোরক ঢুকিয়ে গায়ে আইএস-এর পতাকা এঁকে বিস্ফোরণ ঘটানোর  ছক কষার অভিযোগ উঠল অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক ১৯ বছরের তরুণের বিরুদ্ধে।

ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, সেডভেট রামাদান বেসিম নামে ওই তরুণের বিরুদ্ধে এক পুলিশ অফিসারের মাথায় ছুরি দিয়ে কোপ মারার অভিযোগও উঠেছে। তার বিরুদ্ধে মামলার শুনানি চলছে আদালতে। যুদ্ধে নিহতদের স্মরণে অস্ট্রেলিয়ায় ‘অ্যানজাক ডে’ পালিত হয়। ওই স্মরণ অনুষ্ঠানেই হামলা চালানোর পরিকল্পনা করেছিল সে। এই ছকের ব্যাপারে সে মোবাইল ও অনলাইনে তার বিদেশী বন্ধুদের সঙ্গে চ্যাটও করেছিল।

যদিও বেসিম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাকে সুপ্রিম ক্রাউন কোর্টে পাঠানো হয়েছে। তাকে গত বছরের ১৮ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের অভিযোগ, আইএস মতবাদে বিশ্বাসী এবং নিজেকে ওই জঙ্গি সংগঠনের সমর্থক বলে ঘোষণা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত