সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৮

একসাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন অস্ট্রেলিয়ার এক মা

তিন সন্তানের পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন অস্ট্রেলিয়ার এক মহিলা। কিম তুস্সি নামে বছর ২৬-এর ওই মহিলা পারথের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে এক ছেলে ও চার মেয়ের জন্ম দিয়েছেন। সূত্রের খবর, প্রত্যেকটি সন্তানই সুস্থ রয়েছে। তবে যতক্ষণ না মা ও সন্তানদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে, তাঁদের দেখভাল করবে এক বিশেষ টিম। গত ৩৫ বছরে পশ্চিম অস্ট্রেলিয়ায় এই নিয়ে এই ঘটনা তৃতীয়।

ইতিমধ্যেই সদ্যোজাতদের নাম ঠিক করে ফেলেছেন কিম ও তাঁর স্বামী ভোগন। ছেলেটির নাম রাখা হয়েছে কেইথ, ও তাঁর চার বোনের নাম রাখা হয়েছে আলি, পেনেলোপ, টিফানি ও বিটরিক্স।

সন্তানসম্ভবা তুস্সির ২৫ সপ্তাহে পারথের সমুদ্রসৈকতে তাঁর বেশ কিছু ছবি তোলেন ফটোগ্রাফার ইরিন এলিজাবেথ। ফেসবুক ব্লগে এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সারপ্রাইজড্ বাই ফাইভ’। গর্ভাবস্থায় কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তুস্সিকে সেসব নিয়ে প্রায়ই ফেসবুকে লিখতেন তিনি। সেখানেই তিনি জানান, গর্ভাবস্থার সময় তুস্সি প্রতিদিন ৬০০০ ক্যালরি খাবার খেতেন। যেদিন তাঁর পাঁচ সন্তানের জন্ম হয়, সেদিন তাঁর অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল ১৭০,০০০।

আপনার মন্তব্য

আলোচিত