সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১১:৩০

তাইওয়ানে ভূমিকম্পে ১৭ তলা ভবন ধ্বসে অন্তত ৫ জনের মৃত্যু

দক্ষিণ তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে একটি ১৭তলা আবাসিক  ভবন বিধ্বস্ত হয়ে পড়েছে । এতে সদ্য জন্মানো শিশুসহ অন্তত পাঁচজনের  মৃত্যুর খবর পাওয়া গেছে।


শনিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি হয়।  

শুক্রবার রাতে শহরের লোকজন যখন ঘুমিয়ে ছিল তখনই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। এতে ২০ লাখ জনগোষ্ঠী অধ্যুষিত তাইনান শহরে কমপক্ষে চারটি ভবন ভেঙে পড়ে।  ভূমিকম্পটির উৎপত্তি দক্ষিণাঞ্চলীয় তাইনান শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

মূল ভূমিকম্পটির পর আরো বেশ কয়েকটি আফটার শেক  অনুভূত হয়েছে বলে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে।

বিধ্বস্ত ভবনটিতে বহু মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তড়িঘড়ি করে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

তাইওয়ানে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার এক ভূমিকম্পে ২৩শ মানুষ প্রাণ হারিয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত