সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ০৩:১৭

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপিয়ান ইউনিয়ন

ঢাকা সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান রিচার্ড হোউয়িট বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি- এর ফলে মধ্যপ্রাচ্যে স্থগিত থাকা শান্তি প্রক্রিয়া যথেষ্ট গতি লাভ করবে।'

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল আমারিতে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস'র সঙ্গে আলাপকালে এ ইইউ পার্লামেন্ট সদস্য এসব কথা বলেন।

এটাই যথেষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা আর কী করতে পারি? আমরা একই সময়ে একটি পদক্ষেপই নিতে পারি এবং আমি বিশ্বাস করি এগিয়ে যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কৌশলগত ধারণার ঘাটতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হোউয়িট বলেন, 'যদি এক্ষেত্রে পর্যাপ্ত কৌশলগত ধারণা পাওয়া যায়, আমরা স্বাগত জানাবো। তবে অবস্থা অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাবো।'

তিনি বলেন, 'আরব বিশ্ব এবং সাধারণ মুসলিমদের সত্যিকার ক্ষোভ আমরা বুঝতে পেরেছি। আমরা সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

ইংল্যান্ডের বিশেষ করে লরেন্সের (লরেন্স অব এরাবিয়া নটোরিটি) ঐতিহাসিক দায় সম্পর্কে প্রশ্নের জবাবে ইউরোপিয়ান পার্লামেন্টের এ সদস্য বলেন, 'আমি কেবল আমার এবং আমার প্রজন্মের কথা বলতে পারি। আমার পূর্বসূরিরা কী করেছেন, সেই দায় নিতে পারি না।'

সিরিয়া ও লিবিয়ায় 'আরব বসন্তের' উল্টো ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা সকল পক্ষের (সিরিয়ার সমস্যা সমাধানে) সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছি এবং এ সমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী।'

এতে প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে অন্তর্ভুক্ত করা হবে কিনা এমন প্রশ্নে তিনি 'হ্যাঁ' সূচক জবাব দেন।

আপনার মন্তব্য

আলোচিত