সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:৪৫

আলোকের এই ঝর্ণাধারায়

পাহাড়ের উঁচু থেকে নেমে আসছে আলোকের ঝর্ণাধারা!

আর এ দৃশ্য দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োাসেমিটি জাতীয় উদ্যানের দৃশ্য এটি।

অবশ্য এবারই প্রথম নয়। প্রতিবছর ফেব্রুয়ারি মাসেই ওই পার্কে এই আলোকের ঝর্ণাটি দেখা যায়। খবর ডেইলি মেইলের।

আসলে এটি এল ক্যাপিটান পর্বত থেকে বেরিয়ে আসা সাধারণ পানিরই একটি ঝর্ণা। কিন্তু ফেব্রুয়ারি মাসে অস্তগামী সূর্যের আলো বিশেষ কোণ থেকে পড়ার কারণে এটিকে আগুনের ঝর্ণার মতো দেখা যায়।

অনেকে ঝর্ণার ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ারও করছেন। 

আপনার মন্তব্য

আলোচিত