আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৪১

বিদেশি কর্মী নিয়োগ বন্ধে চুক্তিতে প্রভাব ফেলবে না: মালয়েশীয় মন্ত্রী

বিদেশি কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে করা সমঝোতা চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ান মানবসম্পদ মন্ত্রী সেরি রিচার্ড রিয়ট। 

বিবৃতিতে রিচার্ড রিয়ট বলেন, ‘বিদেশি কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবে সরকার।’ 

শনিবার (২০ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার বহু প্রচারিত একটি দৈনিকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি। 

এর আগে শুক্রবার বাংলাদেশসহ বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের কথা জানায় মালয়েশীয় সরকার। 

এর একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়। 

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রিয়ট সই করেন। 

আপনার মন্তব্য

আলোচিত