ইন্টার‍ন্যাশনাল ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:১১

ইরাকে শিয়া মসজিদে হামলায় নিহত ১২

ইরাকের রাজধানী বাগদাদের একটি শিয়া মসজিদে দু’টি পৃথক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের রাসুল আল আজম নামে একটি শিয়া মসজিদে বৃহস্পতিবার নামায আদায়কারী মুসল্লিদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বিস্ফোরক পোশাক পড়ে শুয়ালা জেলার রাসুল আল আজম মসজিদের সামনে বোমা হামলা চালিয়েছিল। ঘটনাস্থলেই ওই আত্মঘাতীদের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জনের বেশি মানুষ।

ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, প্রথম হামলাকারী মসজিদে নামাযরত মুসল্লিদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিল। ওই হামলার পরপরই হতাহতদের উদ্ধার করার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় পুলিশ বাহিনীর ওপর হামলা চালায় আরো এক আত্মঘাতী।

নিহতের সংখ্যা নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর চার সদস্য ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত