নিউজ ডেস্ক

১২ মার্চ, ২০১৬ ১৭:৩২

বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত,বাংলাদেশ থেকে শ্রমিক নেবে না মালয়েশিয়া

নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি স্থগিত করে দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ।

তথ্যটি জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। 

এই স্থগিতের ফলে বাংলাদেশ থেকে যে ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা ছিল দেশটির, তা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেল।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি জানান, এই মুহূর্তে যেসব বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের মধ্যে যাদের ওয়ার্ক পারমিট নেই বা পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অনুমতির জন্য বা মেয়াদ বৃদ্ধির জন্য তাদেরকেও আবেদন করতে হবে।

আহমেদ জাহিদ হামিদি জানান, কাজের অনুমতি পেতে বা মেয়াদ বৃদ্ধির আবেদনের সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ধার্য করা হয়েছে।

নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগ না করার ব্যাপারে মালয়েশিয়ার সরকার যে সমালোচনা ও চাপের মুখে পড়েছে, তার জবাবে তিনি বলেছেন, যারা কর্মী নিয়োগ করতে পারছেন না, তারা স্থানীয় কর্মী নিয়োগে মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স ও মালয়েশিয়ান ট্রেড ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আপনার মন্তব্য

আলোচিত