ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ মার্চ, ২০১৬ ০৭:৫৯

পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বাসে বোমা, নিহত ১৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের বহনকারী একটি বাসে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বুধবার এই ঘটনা ঘটে বলে ডন নিউজের এক খবরে বলা হয়েছে। বাসটি মারদান থেকে প্রাদেশিক রাজধানীর উদ্দেশে যাচ্ছিল।

বিস্ফোরণের পরপরই আশেপাশের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। হতাহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।

সুপারিনটেনডেন্ট অব পুলিশ মুহাম্মাদ কাসিফ জানান, বোমাটি বাসের পেছনের অংশে পেতে রাখা হয়েছিল। তিনি আরও বলেন, “১৫ জন ব্যক্তি নিহত এবং ২৫ জন ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।”

পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনা এবারই প্রথম নয়। ২০১২ ও ২০১৩ সালেও একই ধরনের হামলায় অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত