অনলাইন ডেস্ক

২৪ মার্চ, ২০১৬ ০০:৫৯

ব্রাসেলস হামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাসেলসে বিমানবন্দরে বোমা হামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বেলজিয়ান সংবাদমাধ্যম।

নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করে সেখানকার কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, জাভেনটিম বিমানবন্দরে হামলার ঠিক আগের সিসিটিভি ফুটেজে সবডানে যে মানুষটিকে দেখা গেছে, ধারণা করা হচ্ছে সেই নাজিম লাচরাওয়ি। তাকেই আটক করা হয়েছে।

ব্রাসেলসের জাভেনটিম বিমানবন্দর ও মালবিক মেট্রো স্টেশনে বোমা হামলায় জড়িত তিন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে বেলজিয়ান পুলিশ। তাদের মধ্যে আত্মঘাতি দুই হামলাকারী আপন ভাই। বেলজিয়ামের নাগরিক বাকারুই এল খালিদ ও ব্রাহিম নামে ওই দুই ভাই নানা অপরাধে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো অভিযোগ ছিলো না। জীবিত অন্যজনকে ধরতে ওয়ারেন্ট জারি করা হয়।

মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে পরপর দুইটি বোমা হামলা এবং মেট্রো স্টেশনে আর একটি হামলায় ৩৪ জন নিহত হয়, আহত হয় অন্তত ২৫০ জন। এই ঘটনার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বেলজিয়াম।

আইএস এই হামলার দায় স্বীকার করে হুমকি দিয়েছে, এমন হামলার ঘটনা আরো ঘটবে।

আপনার মন্তব্য

আলোচিত