ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ মার্চ, ২০১৬ ১৭:০৩

মুসলিম শরণার্থীর পা ধুয়ে সেখানে পোপ ফ্রান্সিসের চুমু

সেবা প্রদানের সদিচ্ছামূলক রোমের ক্যাসেলনুভো ডি পোর্টে পোপ ফ্রান্সিস ইস্টারের ঐতিহ্যবাহী পা ধোওয়া উৎসবে উপস্থিত হয়ে এক শরণার্থীর পা ধুয়ে সে পা'য়ে চুমু খেলেন  পোপ ফ্রান্সিস।

যীশু খ্রিস্ট এই পবিত্র বৃহস্পতিবারেই পা ধোওয়া আচার সম্পন্ন করেছিলেন তার ক্রুশ বিদ্ধ হওয়ার আগে। ফলে এ দিবসটি পালিত হয়ে আসছে জাকজমকপূর্ণভাবে।

পোপ ফ্রান্সিস একটি শরণার্থী কেন্দ্র দেখতে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল কেন্দ্রটি নিজে পরিষ্কার করবেন। সেখানে তিনি মুসলিম, অর্থোডক্স, হিন্দু, এবং ক্যাথোলিক শরণার্থীদের পা ধুয়ে দেন এবং চুমু খান।

প্যারিস এবং ব্রাসেলস হামলার পর যখন শরণার্থী ও মুসলিম বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে, ঠিক এই সময়ে তিনি এটা করে বিপদাপন্ন শরণার্থীদের স্বাগত জানানোর দৃষ্টান্ত স্থাপন করলেন।

পোপ ফ্রান্সিস বরাবরই দরিদ্র এবং অসহায়দের প্রতি সমবেদনা ও সম্মান দেখিয়ে এসেছেন এবং নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত