সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩১ মার্চ, ২০১৬ ১৫:৫০

কলকাতায় উড়ালসেতু ধ্বসে বহু হতাহতের শঙ্কা(ভিডিও)

ভারতের পশ্চিবঙ্গের কলকাতায় নির্মাণাধীন একটি উড়ালসেতু (ফ্লাইওভার) ভেঙে পড়ে শতাধিক মানুষ তার নিচে আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে কলকাতার গণেশ স্টকিজ এলাকার ওই সেতুর একাংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছে বলে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ এবং প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকতারা রওয়ানা হয়েছেন। এদিকে, সেতু ভেঙে পড়ার পর পরই, ওই এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভেঙে পড়া ওই সেতুর বিভিন্ন অংশ কেটে, আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

গত সপ্তাহে উড়ালসেতুর কিছু অংশের কাজ শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সেতুর নিচ দিয়ে ঘটনার সময় বহু মানুষ যাতায়াত করছিলেন। এ সময় বেশ কয়েকটি বাস ও অটোরিকশাও চলছিল। এছাড়া ওই সেতুর নিচে বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভেঙে পড়া উড়ালসেতুর নিচে দেড় শতাধিক মানুষ আটকা পড়েছেন।

ভিডিও : কলকাতায় উড়ালসেতু ধ্বস

আপনার মন্তব্য

আলোচিত