সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ এপ্রিল, ২০১৬ ১৩:৩৪

আক্রান্তদের সাহায্যে বামদের রক্তদান বন্ধ করলেন তৃণমূল মন্ত্রী

কলকাতার ফ্লাইওভার ধ্বসে হতাহতদের সাহায্য করতে খোলা বামপন্থী ছাত্র সংগঠনের খোলা  রক্তদান ক্যাম্প বন্ধ করে দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল মন্ত্রী নির্মল মাঝি।

ক্যাম্প বন্ধ করে দিয়ে তিনি বলেন, "সিপিএমের রক্ত চলবে না"। এ সময় আহতদের রক্ত দিতে আসা কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নির্মল মাঝি নিজেও চিকিৎসক।

ফ্লাইওভার ধ্বসের পর  মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির করেছিল বামপন্থী একাধিক ছাত্র-যুব সংগঠন। বিকেল থেকে দলে দলে রক্তদাতা আসেন। কর্তৃপক্ষের নির্দেশে রক্ত নেওয়া শুরু হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে হাজির হন নির্মল। বামপন্থীদের উদ্যোগে শিবির চালানোর অনুমতি কেন দেওয়া হল, কর্তৃপক্ষের কাছে তিনি কৈফিয়ত তলব করেন। পত্রপাঠ ক্যাম্প বন্ধের হুকুমও জারি করেন। ব্লাড ব্যাঙ্ক ঘোষণা করে, আর রক্ত নেওয়া যাবে না।

মানবিক বিপর্যয়ের সময় এরকম ঘটনায় তুমুল সমালোচনা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত