সিলেটটুডে ডেস্ক

০১ এপ্রিল, ২০১৬ ১৭:৫০

কলকাতার ধসে পড়া ফ্লাইওভারে 'সেলফি' শিকারির দল!

সেলফি উন্মাদনার নানা উদাহরণের সঙ্গে যুক্ত হলো কলকাতায় ধসে পড়া ফ্লাইওভার। ফ্লাইওভারের নিচে আটকে পড়া হতাহতদের উদ্ধারে পুরোদমে জনতা-পুলিশ-সেনা যখন হিমশিম খাচ্ছিলো, তখন সেখানে হাজির একদল 'সেলফি' শিকারি। দুর্ঘটনাস্থলে এসে সেলফি তুলে সামাজিক মাধ্যমে তুলে ধরে অনেকেই নিজেকে জাহির করায় ব্যস্ত।

কলকাতার নগরজীবনের এই বিভীষিকাময় দুর্ঘটনায় উৎসুক জনতার এমন প্রবণতার খবর তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায়।

আনন্দবাজারের প্রতিবেদনে লেখা হয়েছে, "চুড়ান্ত প্রশাসনিক তৎপরতা, উদ্ধারকাজে হাত লাগাতে দলে দলে সাধারণ মানুষের এগিয়ে আসা, নিখোঁজ স্বজন-বন্ধুদের সন্ধানে মানুষজনের ইতস্তত ছুটে বেড়ানোর মধ্যেই জীবনের আরও একটি দিক চোখে পড়ে। চতুর্দিকে মোবাইলের ফ্ল্যাশের ঝলকানি— সেলফি তোলার ব্যস্ততা! কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে মোবাইলের ধারাবিবরণীতে ব্যস্ত, ‘আরে, আমি তো এখানে! যেখানে উড়ালপুলটা ভেঙে পড়েছে! চার দিকের আওয়াজ শুনতে পাচ্ছিস না? দাঁড়া, একটু পরেই ফেসবুকে আপলোড করছি।"

২০০৯ সালে ফ্লাইওভার বা উড়ালসেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিলো। কয়েক দফায় মেয়াদ বাড়লেও নির্মাণকাজ শেষ হয়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎই বিবেকানন্দ রোডের গণেশ টকিজের কাছে প্রচণ্ড শব্দে ভেঙে পড়ে উড়াল সেতুর বিশাল অংশ। মুহূর্তেই জনবহুল এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে।

আপনার মন্তব্য

আলোচিত