ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ এপ্রিল, ২০১৬ ১০:১০

গাছের পাতা দিয়ে 'হেল্প' লিখে তিন নাবিকের জীবন রক্ষা

গাছের পাতা দিয়ে 'হেল্প' লিখে রাখার পর উদ্ধার পেলেন তিন নাবিক

নির্জন দ্বীপে আটকে পড়ার পর পাম গাছের পাতা দিয়ে সৈকতে 'হেল্প' বা 'সাহায্য' লিখে রেখেছিলেন তারা।

সেটা দেখতে পেয়ে তিনদিন পর তিন নাবিককে উদ্ধার করে মার্কিন নৌ বাহিনী।

প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ফানাডিক দ্বীপ থেকে বৃহস্পতিবার ওই তিনজন নাবিককে উদ্ধার করা হয়।

মাইক্রোনেশিয়া থেকে রওনা হবার পর বড় ঢেউয়ের আঘাতে তাদের নৌকাটি ডুবে যায়।

এরপর তারা সারারাত ধরে ভেসে এই দ্বীপটিতে এসে ওঠেন।

এই তিন নাবিকের নিখোঁজের খবর জানতে পেরে তল্লাশি শুরু করে মার্কিন নৌবাহিনী।

দ্বীপে ভেসে আসা নাবিকরা সৈকতে পাম গাছের পাতা দিয়ে বড় করে হেল্প লিখে রাখেন।

নৌবাহিনীর তল্লাশি বিমান থেকে সেটি দেখতে পেয়েই তাদের উদ্ধার করা হয়। খবর: বিবিসি বাংলা।

আপনার মন্তব্য

আলোচিত