ওয়েব ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৬ ০৮:৩০

সমুদ্রে পালিয়ে গেলো অক্টোপাস পিংকি

নিউজিল্যান্ডের একটি অ্যাকুরিয়াম থেকে একটি অক্টোপাস পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খবর বিবিস বাংলার।

ধারণা করা হচ্ছে, অক্টোপাস্টি এখন ঘুরে বেড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে।

অক্টোপাসটির নাম পিংকি। ছিলো সমুদ্র তীরবর্তী শহর ন্যাপিয়েরের একটি অ্যাকুরিয়ামে। তার ছোট্ট একটি ফাঁক দিয়ে সে পালিয়ে গেছে।

অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে পিংকি প্রথমে মেঝেতে পিছলে গিয়ে এবং পরে ৬ ইঞ্চি প্রশস্ত একটি ড্রেনের পাইপ দিয়ে সে পালিয়ে যায়।

তার ভাগ্য ভালো যে পাইপটি সমুদ্রে গিয়ে পড়েছিলো।

নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং।

অ্যাকুরিয়ামের ব্যবস্থাপক রব ইয়ারাল বলেছেন, ট্যাঙ্কের উপরের দিকে ঢাকনাটি খুব শক্ত করে লাগানো ছিলো না। তার আগে ওখানে একটু মেরামত করা হয়েছিলো।

ওখান দিয়েই সে সমুদ্রে পালিয়ে যায়, বলেন তিনি।

“সে আমাদেরকে বুঝতেও দেয় নি।”

পরে কর্মকর্তারা বুঝতে পারেন ইংকি কোন পথে পালিয়েছে।

এবছরের শুরুর দিকে ঘটনাটি ঘটলো খবরটি পত্রিকায় এসেছে এই মঙ্গলবার।

আকারে পিংকি একটি রাগবি বলের সমান।

ম্যানেজার বলেন, “অক্টোপাস যতো বড়োই হোক না কেনো তারা নিজেদেরকে খুব ছোট্ট করে গুটিয়ে নিতে পারে। তাদের আকার হতে পারে শুধু তাদের মুখের সমান। শুধুমাত্র ওই মুখই অক্টোপাসের শক্ত অংশ।”

এই অ্যাকুরিয়ামে দুটো অক্টোপাস ছিলো। পিংকি এই সুযোগ নিয়েছে। কিন্তু ট্যাঙ্কে তার যে আরো এক সহকর্মী ছিলো সে কিন্তু অ্যাকুরিয়ামেই রয়ে গেছে।

কর্মকর্তারা বলছেন, এখন তার ওপর কড়া নজর রাখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত