ওয়েব ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৬ ১১:১৯

কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের নববর্ষ উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বাংলা নববর্ষ উদযাপন করেছে।

পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রীলংকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা রঙিন পাঞ্জাবি ও শাড়ি পড়ে সপরিবারে অংশ নেন।

এসময় একক ও সমবেত সংগীত, কবিতা আবৃত্তি, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন পোশাক প্রদর্শন করা হয়। হাইকমিশনার তারিক আহসান তার স্বাগত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে বৈশাখের উত্তাপ আর ঝড়-ঝঞ্ঝা পুরনোকে ভেঙে নতুনকে সৃষ্টি করার শক্তির প্রতীক। বাঙালির নতুন বছরে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করার এটিই উপযুক্ত সময়।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়। বাংলা সংগীতের আবহে আর বাংলাদেশি হস্তশিল্প দিয়ে সাজানো পরিবেশে পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার।

যা রান্না করে দূতাবাসের পরিবারগুলো। অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৭০ জন অতিথি।

আপনার মন্তব্য

আলোচিত