নিউজ ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৫ ১৮:৩০

গির্জা নির্মাণের অনুমতি ৯০ বছর পর

৯০ বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের সরকার একটি গির্জা নির্মাণের অনুমতি দিয়েছে দেশটিতে


খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ইয়েসিকলয় নামে ইস্তাম্বুলের কাছাকাছি একটি এলাকায় গির্জাটি নির্মাণ করা হবে বলে বিবিসি জানিয়েছে।

তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। তারপর থেকে দেশটিতে নতুন কোন গির্জা তৈরির অনুমতি দেয়া হয়নি।

অবশ্য এরআগেই যেসব গির্জা ছিল সেগুলো সংস্কারের ব্যাপারে কোন বাধা আরোপ করা হয়নি।

নতুন গির্জাটি তৈরিতে অন্ততপক্ষে ১৫ লাখ মার্কিন ডলার ব্যয় হবে। সিরিয়াক খ্রিস্টান সম্প্রদায় এই ব্যয় বহন করবে।

জানা গেছে, এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা মাত্র ২৫ হাজার। ইস্তাম্বুলেই বসবাস করেন তাদের বেশির ভাগ।

অবশ্য সরকারের এই সিদ্ধান্ত অনেকে ভালভাবে নেয়নি। কেউ কেউ প্রশ্নও তুলেছেন।

বিরোধীদলীয় একজন আইনপ্রণেতা এর নেপথ্যে ক্ষমতাসীন ইসলামপন্থি পার্টির কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত