নিউজ ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৫ ২২:৩৮

ইরাকে আইএস হামলায় হত ৩০ ইরাকি সেনা



ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলা ও আত্মঘাতী বোমায় মারা গেছেন ৩০ ইরাকি সেনা। মঙ্গলবার ইরাকি সামরিক বাহিনী তাদের ৯৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় একটি সেনা চেকপোস্ট এবং একটি মসজিদে হামলা চালায় জঙ্গি সংগঠনটি।


নিরাপত্তা সূত্রগুলো জানায়, সকালে হাদিথা নগরীর নিকটবর্তী ওয়াদি হুরান সেতু এলাকায় একটি সেনা চেকপয়েন্টে গাড়ি বোমা হামলায় সাত সেনা নিহত এবং ১৩ জন আহত হয়। অপরদিকে দিনের শেষে আল জুবা শহরে দুটি আত্মঘাতী হামলায় মারা যায় ১০ সেনা ও ১৩ নিরাপত্তা কর্মী।


মঙ্গলবারের সংঘাতে ২৪ জন আইএস জঙ্গি মারা যায় বলে দাবি করেছে ইরাকি নিরাপত্তা সূত্র। তবে আইএস যোদ্ধারা বর্তমানে আল জুবা শহরটি নিয়ন্ত্রণ করছে। শহরটি ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটির অদূরে অবস্থিত। ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত মার্কিন সেনারা এই ঘাঁটিতেই অবস্থান করছেন। 

আপনার মন্তব্য

আলোচিত