নিউজ ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৫ ২৩:৩৬

ধর্ম নয়, লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে- ফরাসি প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদী হামলায় আতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সে। ব্যঙ্গচিত্রের ম্যাগাজিনের দফতরে বুধবার দুই জঙ্গি ভাইয়ের তাণ্ডবে ১২ জনের হত্যার বীভত্সতায় শিউরে উঠেছে গোটা দেশ।পাল্টা অভিযানে প্যারিসের কাছেই এক শহরতলি এলাকায় সেদিনের সন্ত্রাসে জড়িত দুই সন্দেহভাজন ইসলামি বন্দুকধারীকে কোণঠাসা করে ফেলেছে পুলিশ।সেই প্রেক্ষাপটে তাঁদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ধর্মের সঙ্গে নয় বলে জানালেন ফরাসি প্রধানমন্ত্রী ম্য়ানুয়েল ভালস।তিনি বলেছেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছি।কোনও ধর্ম, সভ্যতার বিরুদ্ধে আমাদের লড়াই নয়।


সন্ত্রাসবাদী নাশকতার বিপদ মোকাবিলায় ‘নতুন নতুন পন্থা নেওয়া অবশ্যই দরকার হবে’ বলেও অভিমত জানিয়েছেন তিনি।


২০১৩ সাল এপর্যন্ত পাঁচটি সন্ত্রাসবাদী হামলা ফরাসি সরকারের বর্তমান নীতিতে ব্যর্থ করে দেওয়া গিয়েছে বলে জানান তিনি প্রধানমন্ত্রী বলেন, আমাদের ওপর আঘাত আসবে, জানতাম।তবে সেদি নের ঘটনার পর ফ্রান্স  যে আগের চেয়ে শক্তিশালী হবে, সে ব্যাপারে কোনও সংশয়ই নেই বলে মন্তব্য করেন তিনি।বলেন, সন্ত্রাসবাদীরা কী চায়? সন্ত্রাস ছড়াতে, ফ্রান্সের মানুষকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিতে।কিন্তু ওদের চেয়ে শক্তিশালী হব আমরাই

আপনার মন্তব্য

আলোচিত