সিলেটটুডে আন্তর্জাতিক প্রতিবেদন

১২ মে, ২০১৫ ১১:৪৪

৩শ কৃষকের আত্মহত্যা

ভারতের মধ্যপ্রদেশের মারাঠাওয়ারা অঞ্চলে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩শ কৃষক আত্মহত্যা করেছেন।প্রচণ্ড খরার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে হতাশ হয়ে কৃষকরা আত্মহননের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।চলতি বছরের জানুয়ারি থেকে ওই অঞ্চলটিতে কৃষকদের আত্মহত্যার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে।
সবচেয়ে বেশি সংখ্যক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে মারাঠাওয়ারার বিড জেলায়। সেখানে প্রায় ৮৩ জন কৃষক আত্মহননের পথ বেছে নিয়েছেন।এছাড়াও ননদেদ জেলায় ৫৫ জন এবং ওসমানাবাদে ৫০ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। গত বছর ওই অঞ্চলের ৫শ ৬৯ জন কৃষক আত্মহত্যা করেছিল।

কী কারণে কৃষকরা আত্মহত্যা করছে তা জানতে সরকার ওসমানাবাদ এবং ইয়াভাতমল জেলায় আত্মহত্যাকারী কৃষকদের ঘটনা পরীক্ষা করে দেখছে। সেখানে এ সমস্যার কারণ খুঁজে বের করার পর কৃষকদের আত্মহত্যা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

আপনার মন্তব্য

আলোচিত