ইন্টারন্যাশনাল ডেস্ক

৩০ মে, ২০১৫ ১৪:৪১

লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে হামলা নিহত ২

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মাঠের বাইরে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পরে স্থানীয় গণমাধ্যমগুলো থেকে জানা যায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিষ্ফোরণে পুলিশসহ চারজন আহত হয়েছে।

এদিকে এ ঘটনার একদিন পরে আজ শনিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশীদের বরাত দিয়ে জানানো হয়, গাদ্দাফি স্টেডিয়ামের কাছে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সহ দু’জন নিহত হয়েছে।

জিও নিউজকে দেয়া এ সাক্ষাতকারে রশীদ বলেন, ‘গাদ্দাফি স্টেডিয়ামের কাছাকাছি এ হামলায় দু’জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ ছিলেন, যিনি কলমা চকের কাছে আক্রমণকারীদের থামাতে গিয়ে নিহত হন।’

এদিকে লাহোর পুলিশ প্রধান আমিন ওয়ানইস জানান, গাদ্দাফি স্টেডিয়ামের কাছাকাছি একটি অটো রিক্সা যাচ্ছিল। যেখানে গ্যাস সিলিন্ডার লাগানো ছিল। পরে সিলিন্ডারটি বিষ্ফোরণ হলে একজন পুলিশ কর্মকর্তা সহ দু’জন নিহত হন।’

আপনার মন্তব্য

আলোচিত