ইন্টারন্যশনাল ডেস্ক

০১ মে, ২০১৮ ০০:২০

মোদির কথা আর কাজে মিল নেই: রাহুল

মানুষ বুঝে গেছে তার কথা আর কাজে কোনো মিল নেই। রোববার নয়াদিল্লির রামলীলা ময়দানে ‘জন আক্রোশ’ র‌্যালির এক জনসভায় এমনটা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

জনসভার আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচন উপলক্ষে নয়াদিল্লীর রামলীলা ময়দানে র‌্যালি করেন রাহুল। এ খবর জানিয়েছে এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

জনসভায় রাহুল গান্ধী আরও বলেন, খুলে গেছে নরেন্দ্র মোদির মুখোশ। ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস জিতবেই। কংগ্রেস তার শক্তি দেখিয়ে দেবে। এসময় সেখানে রাহুল ছাড়া বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী।

জনসভায় রাহুল  বলেন, মোদি যেখানেই যান দুর্নীতি দূর করার প্রসঙ্গ তোলেন। কিন্তু কাজে কতটা কি করেন তা সবাই দেখতে পাচ্ছেন।

তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি বড় বড় শিল্পপতির ঋণ মাফ করে দেন। কিন্তু কৃষকদের এক পয়সাও ছাড়েন না। দেশে একের পর এক কৃষক আত্মহত্যা করছেন অথচ মোদি সে বিষয়ে একটি শব্দও খরচ করেন না।

উল্লেখ্য, উন্নাও এবং কাঠুয়া ইস্যু নিয়েও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আপনার মন্তব্য

আলোচিত