আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০১৮ ১৩:৫৪

ভারতের গুজরাটে ট্রাক উল্টে ১৯ জনের প্রাণহানি

ভারতের গুজরাটে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ১৯ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউজ এজেন্সি এএনআই।

জানা গেছে, গুজরাটের ভাবনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি আহমেদাবাদ থেকে ১৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সকালে বাভালিয়া গ্রামের কাছে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

সেখানকার পুলিশ সুপার আর ভি আসারি বলেন, 'দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। নিহতদের ১২ জন নারী, তিন জন কিশোর ও চার জন পুরুষ।'

তিনি জানান, ট্রাকটি পিপাভাব পোর্ট থেকে আসছিল। আহমেদাবাদ-ঢোলেরা মহাসড়কে এটি উল্টে যায়। নিহতদের সবাই শ্রমিক। তারা আনন্দ জেলার একটি ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন।

দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এছাড়া দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন বলেও জানান পুলিশ সুপার আসারি। 

আপনার মন্তব্য

আলোচিত