আন্তর্জাতিল ডেস্ক

২৯ মে, ২০১৮ ২৩:২১

বেলজিয়ামে আততায়ীর গুলিতে দুই নারী পুলিশসহ নিহত ৩

বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহর লিজে গুলি চালিয়ে দুই নারী পুলিশসহ আরেক বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে এক আততায়ী। পরে পুলিশের গুলিতে সেও প্রাণ হারায়। এই ঘটনায় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

ব্রিটিশ এ বার্তা সংস্থা জানায়, অজ্ঞাতনামা ওই বন্দুকধারী একটি স্কুলে ঢুকে একজন নারী পরিচ্ছন্নতা কর্মীকে জিম্মি করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রাথমিক তদন্তে কিছু জানা না গেলেও, এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করছে পুলিশ। পুলিশের বরাতে আঞ্চলিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, হামলার আগে ওই সন্ত্রাসী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে।

স্থানীয় মেয়রের কার্যালয় থেকে দুই নারী পুলিশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম আরটিবিএফের খবরে বলা হয়েছে, সোমবারই কারাগার থেকে মুক্তি পেয়েছিল ওই হামলাকারী। কারাগারেই তাকে হামলা চালানোর জন্য উৎসাহ দেওয়া হয়ে থাকতে পারে বলেও জানায় তারা।

আপনার মন্তব্য

আলোচিত