সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০১৮ ২০:৩০

গভর্নরের পদ থেকে আনোয়ার চৌধুরীকে সাময়িক প্রত্যাহার

কেইম্যান আইল্যান্ডের গভর্নর পদ থেকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরীকে।

কেইম্যান আইল্যান্ডের হেড অব গর্ভমেন্ট প্রেমিয়ার আলদেন ম্যাকলাইন জানিয়েছেন, আনোয়ার চৌধুরীকে ফরেন এন্ড কমনওয়েলথ অফিস লন্ডনে ডেকে পাঠিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি লন্ডনেই অবস্থান করবেন।

আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে কী অভিযোগ ওঠেছে এ সম্পর্কে কোনো কিছু জানাননি আলদেন ম্যাকলাইন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত আগামী ৪-৬ সপ্তাহ পর্যন্ত চলবে।

তদন্তের সময়ে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান ডেপুটি গভর্নর ফ্রাঞ্জ মেন্ডারসন।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে ব্রিটেনের কেইম্যান আইল্যান্ডের গভর্নর হিসেবে শপথ নিয়েছিলেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী। এর আগে তিনি ঢাকা ও পেরুতে ব্রিটেনের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ব্রিটিশ সরকারের আরও গুরুত্বপূর্ণ উচ্চ পদে ছিলেন।

ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী ছিলেন এশিয়ান বংশোদ্ভূত কোনো ব্রিটিশ নাগরিক যিনি প্রথম ব্রিটিশ নিয়ন্ত্রিত কোনো আইল্যান্ডের প্রধান বা গভর্নর হিসেবে নিয়োগ পান। প্রশাসনিক কাঠামো অনুযায়ী, গভর্নর এ দ্বীপের প্রধান।

আপনার মন্তব্য

আলোচিত