সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৮ ১০:৫৯

সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে

সৌদি আরবসহ বিশ্বের কয়েকটি দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার সৌদির মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরছেন হাজিরা।

মিনায় শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি শেষে মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন। সবশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।

এদিকে ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিসর ও ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আজহা পালিত হচ্ছে। বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত