ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩৭

কলকাতায় ফ্লাইওভার ভেঙ্গে বহু মানুষ হতাহতের আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণাঞ্চলীয় এলাকায় একটি ফ্লাইওভার ভেঙ্গে পড়ে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অনেকে আটকা পড়েছেন বলেও দেশটির গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে ধসে পড়ার সময়ে ওই ফ্লাইওভারে বেশ কিছু যানবাহন ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে রক্তাক্ত দেহ ও ভাঙাচোরা গাড়ি পড়ে রয়েছে। আনন্দবাজার পত্রিকার অনলাইনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে সেতুর মাঝের অংশ ভেঙে পড়লে ফ্লাইওভারের ওপরে থাকা গাড়ির আরোহীরা ছিটকে পড়েন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে সহায়তায় ছুটে আসেন স্থানীয়রা। ফ্লাইওভারের নিচ দিয়ে একটি রেললাইন রয়েছে। দুর্ঘটনার আগে কিছুটা দূরে একটি লোকাল ট্রেন থাকলেও তার ওপরে ভাঙা অংশ ছিটকে পড়েনি বলে জানিয়েছে আনন্দবাজার।

প্রায় আড়াই বছর আগে পশ্চিমবঙ্গের পোস্তায় আরেকটি ফ্লাইওভার ভেঙে পড়লে ২৭ জনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত