সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৪০

ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থীকে ছুরিকাঘাত

ব্রাজিলে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারো প্রচার চালানোর সময় ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার তার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জুইজ ডি ফোরা নগরের সান্তা কাসা হাসপাতাল সূত্র জানায়, ৬৩ বছর বয়সী এই কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ তলপেটে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

অস্ত্রোপচারের পর এক সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা বলেন, বোলসোনারোকে তিনবার ছুরি দিয়ে আঘাত করায় তার প্রচুর রক্তপাত হয়। তবে তার অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে।

বোলসোনারোর ছেলে ফ্লাবিও বোলসোনারো এক টুইট বার্তায় বলেন, দুঃখজনকভাবে তার বাবা মারাত্মক আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তারা চিন্তিত।

আপনার মন্তব্য

আলোচিত