আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫২

হারিকেন ফ্লোরেন্সে নিহত ৫, ভয়াবহ বন্যার শঙ্কা

এবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া গাছপালা উপড়ে পড়াসহ বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এদিকে ফ্লোরেন্সের কারণে নর্থ ও সাউথ ক্যারোলাইনার একাংশ ও ভার্জিনিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

নিহত পাঁচজনই উত্তর ক্যারোলাইনার বাসিন্দা। উইলমিংটনে একটি বাড়ির ওপর গাছ পড়ে একই পরিবারের ২জন নিহত হয়েছে। তারা হল এক নারী-শিশু সন্তানের মৃত্যু হয়। এঘটনায় আহতাবস্থায় ওই শিশুর বাবাকে হাসপাতালে নেয়া হয়েছে। লেনর কাউন্টিতে সত্তরোর্ধ  আরও দুই ব্যক্তি নিহত হয়েছে। আর হ্যাম্পস্টেড শহরে একজন নারী  ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার সকালে ক্যাটাগরি-১ এর এই হারিকেনটি উত্তর ক্যারোলাইনার রাইটসভিল সৈকতে আছড়ে পড়ে। আবহাওয়ার পূর্বাভাসে হারিকেন ফ্লোরেন্সকে ক্যাটাগরি-১ এ নামিয়ে আনা হলেও প্রাণঘাতী ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া ব্যবস্থা জানিয়েছে, আগামী কয়েকদিন ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে বাতাস বইবে বলেও তারা ধারণা করছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনই টানা বৃষ্টি হতে পারে। জাতীয় আবহাওয়া সার্ভিসের আবহাওয়াবিদ ব্র্যান্ডন লকলিয়ার বলেছেন, উত্তর ক্যারোলাইনায় দুই থেকে তিন দিনে প্রায় আট মাসের সমপরিমাণ বৃষ্টি হতে পারে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, হারিকেনটি এখন ক্রান্তীয় ঝড়ের মাত্রার হলেও এটি খুবই বিপজ্জনক কেননা এটির প্রভাবে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

খবর: বিবিসির।

আপনার মন্তব্য

আলোচিত