ইন্টারন্যাশনাল ডেস্ক

২৪ জুলাই, ২০১৫ ২৩:০৭

মানবপাচারের অভিযোগে থাইল্যান্ডে ৭২ জন গ্রেপ্তার

থাইল্যান্ডের কর্তৃপক্ষ মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক জেনারেল সহ মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে। থাই পুলিশ বলছে, মানব পাচারের ঘটনায় থাইল্যান্ডের ইতিহাসে এত ব্যাপক তদন্ত আর হয়নি।

গত মে মাসে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তবর্তী একটি এলাকায় গণকবরে ২৬ জন অভিবাসীর মৃতদেহ খুঁজে পাওয়ার পর থাই কর্তৃপক্ষ এই তদন্ত শুরু করে।

এই অভিযান শুরু হওয়ার পর মানবপাচারকারীরা অভিবাসী বোঝাই বহু নৌকা থাইল্যান্ডের উপকুলে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

উল্লেখ্য, এই অভিবাসীদের বেশিরভাগই ছিল মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি। সেনাবাহিনীর যে জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে তাঁর নাম মানাস কংপান।

থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ও চা যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তখন তিনি এই অফিসারকে লেফটেন্যান্ট জেনারেলের পদে উন্নীত করেন। বিবিসি বাংলা।

আপনার মন্তব্য

আলোচিত