আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০১৮ ১৩:৪৫

নেপালে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২২

নেপালে শিক্ষা সফরের বাস খাদে পড়ে অন্তত ২২ জন শিক্ষক-শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে পড়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী। উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে তারা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহ জানান, সড়ক থেকে প্রায় ৭০০ মিটার নিচে পড়ে যায় বাসটি। আমরা ১৬ জনের লাশ উদ্ধার করতে পেরেছি। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা গুরুতর।

কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমের দুর্গম এলাকায় শুক্রবারের এ দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির পাহাড়ি রাস্তায় প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়।

নেপালের মধ্যাঞ্চলের নুয়াকোট জেলায় গত সপ্তাহেও মিনিট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত