আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৯

মাউন্ট এটনায় অগ্ন্যুৎপাত, ইতালির বিমানবন্দর বন্ধ

ইউরোপের সর্বোচ্চ ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনায় উদগীরণের ঘটনা ঘটেছে। এ কারণে স্থানীয় একটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ ডিসেম্বর) আগ্নেয়গিরিটি থেকে ছাইয়ের একটি বিশাল স্তম্ভ উদগীরিত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির পূর্ব উপকূলীয় ক্যাতানিয়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

ইতালির জিওফিজিক্স ও ভলকানোলজি বিষয়ক জাতীয় সংস্থা জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিক থেকে প্রায় ১৩০টির মতো ভূকম্পন আগ্নেয়গিরিটিকে দুলিয়ে দেয়, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ৪.০ মাত্রার ছিল।

এসব প্রাকৃতিক ঘটনায় কেউ আহত হয়েছেন বলে খবর হয়নি।

তিন হাজার ৩৩০ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি থেকে বছরে বেশ কয়েকবার অগ্ন্যুৎপাত হতে পারে। এ সময় আগ্নেয়গিরিটি থেকে লাভা ও ছাই উদগীরিত হয় এবং ভূমধ্যসাগরের এই দ্বীপটির ওপরে অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সর্বশেষ ১৯৯২ সালে এই আগ্নেয়গিরিটি থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত