আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৮ ২১:১৮

দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রিতে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জেকে বসেছে শীত। কলকাতায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। কনকনে ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা

কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কমছে তাপমাত্রা। দার্জিলিংয়ে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজ শুক্রবার এখন পর্যন্ত এই মৌসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা। বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি না হলে বর্ষবরণের রাতে শহরের তাপমাত্রা নামতে চলেছে ১০ ডিগ্রির নীচে।

আপনার মন্তব্য

আলোচিত