আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০১৫ ১৩:০৩

পাঞ্জাবে বন্দুকধারীদের হামলা, নিহত ৯

ভারতের পাঞ্জাবে একটি থানাসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে পুলিশের এক সদস্যসহ অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
 
সোমবার ভোর ৫টার দিকে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার
 
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে সেনাবাহিনীর ছদ্মবেশে বন্দুকধারীরা প্রথমে দিনানগর বাইপাসের পাশের একটি খাবারের দোকানে হামলা চালায়। এ সময় রাস্তার পাশে শুয়ে থাকা একজনকে হত্যা করে একটি গাড়ি নিয়ে নেয় তারা। এরপর একটি চলন্ত বাসে হামলা চালায় বন্দুকধারীরা। এতে চারজন আহত হয়। পরে  দিনানগর থানার কাছের একটি স্বাস্থ্য কেন্দ্র হামলা চালায় তারা। এতে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়। এরপর দিনানগর থানায় ও এর পাশের পুলিশ কর্মকর্তাদের আবাসিক এলাকায়ও হামলা চালায় তারা। এতে দুই নিরাপত্তাকর্মীসহ চারজন নিহত হয়।
 
দিনানগর থানা এলাকায় আত্মগোপন করা ওই বন্দুকধারীদের বের করে আনতে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।
 
পরিস্থিত সামাল দিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রসচিব ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

আপনার মন্তব্য

আলোচিত